WBSLST 2025 History Answer Key: 2025 সালের West Bengal SLST (School Level Selection Test)-এর ইতিহাস বিষয়ের সম্পূর্ণ প্রশ্নোত্তর এখানে উপস্থাপন করা হল। যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বা ভবিষ্যতে প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই বছরের WBSLST ইতিহাস বিভাগে ভারতের ও বিশ্ব ইতিহাসের বিভিন্ন অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে। নিচে প্রশ্নোত্তরের সম্পূর্ণ তালিকা দেওয়া হল।
WBSLST 2025 History Answer Key
- রাশবিহারী বসু কোন ছদ্মনামে জাপানে গিয়েছিলেন?
উত্তর: পি. এন. ঠাকুর - বিক্রমশীলা মহাবিহারের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: রাজা ধর্মপাল - সুরাট অধিবেশনে (1907) ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
উত্তর: রাসবিহারী ঘোষ - ‘মুক্তিদাতা জার’ কাকে বলা হয়?
উত্তর: রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার - ভারতে কবে রেলওয়ের সূচনা হয়েছিল?
উত্তর: 1853 সাল - কোন রাজার শাসনকালে পারস্যের দূত আব্দুর রাজ্জাক ভারত ভ্রমণ করেছিলেন?
উত্তর: রাজা দ্বিতীয় দেবরায় - টিলসিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: 1807 সাল - বর্ণপ্রথা কোন সময় বংশানুক্রমিক হয়?
উত্তর: পরবর্তী বৈদিক যুগ - কোন সুলতান দাসদের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা দফতর তৈরি করেছিলেন?
উত্তর: ফিরোজ শাহ তুঘলক - জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
উত্তর: লর্ড ডাফরিন - সেডানের যুদ্ধে কোন দেশ পরাজিত হয়?
উত্তর: ফ্রান্স - প্রথম বিশ্বযুদ্ধের সূচনার তাৎক্ষণিক কারণ কী ছিল?
উত্তর: আর্চডিউক ফার্দিনান্দের হত্যা - ফরাসি বিপ্লবের (1789) সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
উত্তর: ষোড়শ লুই - আগ্রা নগরী কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: সিকান্দার লোদী - তানসেনের প্রকৃত নাম কী ছিল?
উত্তর: রামতনু পাণ্ডে - হরপ্পা সভ্যতায় কোন ধাতু অজানা ছিল?
উত্তর: লোহা - রুশ-ফরাসি দ্বৈতচুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর: 1894 সাল - কোন আন্দোলনে মহাত্মা গান্ধী প্রথমবার অনশনের অস্ত্র ব্যবহার করেছিলেন?
উত্তর: আমেদাবাদ সুতিকল ধর্মঘট - ভারত ছাড়ো আন্দোলনের খসড়া প্রস্তাব কে তৈরী করেছিলেন?
উত্তর: জওহরলাল নেহরু - কোন মুঘল শাসক অমৃতসরের স্বর্ণমন্দির নির্মাণে জমিদান করেছিলেন?
উত্তর: আকবর - হিন্দু মেট্রোপলিটান কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: 1853 সাল - দিল্লি থেকে ময়ূর সিংহাসন নিয়ে চলে গিয়েছিলেন কে?
উত্তর: নাদির শাহ - ‘গায়ত্রী মন্ত্র’-এর প্রথম উল্লেখ কোন বেদে পাওয়া যায়?
উত্তর: ঋগ্বেদ - ‘জিন্দাপীর’ কাকে বলা হত?
উত্তর: আওরঙ্গজেব - বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: মদন মোহন মালব্য - কে ‘মহামল্ল’ উপাধি গ্রহণ করেন?
উত্তর: প্রথম নারসিংহবর্মণ - বিপিনচন্দ্র পালের সম্পাদিত সংবাদপত্র কোনটি?
উত্তর: নিউ ইন্ডিয়া - ত্রিপক্ষীয় সংঘর্ষের সাথে নিম্নলিখিত কোন রাজবংশ যুক্ত ছিল না?
উত্তর: চোল - কোন আলোকিত চিন্তাবিদ ‘এনসাইক্লোপিডিয়া’ সংকলন করেন?
উত্তর: দিদরো - ‘স্পেনীয় ক্ষত’ কোন যুদ্ধকে বলা হয়?
উত্তর: পেনিনসুলার যুদ্ধ - গাথা সপ্তশতির লেখক কে?
উত্তর: হাল - কে হোম রুল লীগে যোগদান করেছিলেন?
উত্তর: মহম্মদ আলী জিন্না - দিল্লি সুলতানদের মধ্যে প্রথম সার্বভৌম শাসক কে ছিলেন?
উত্তর: ইলতুৎমিস - ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্যকুঠি প্রতিষ্ঠা করে কোন বছরে?
উত্তর: 1651 সাল - গৌতম বুদ্ধ কোথায় বোধি লাভ করেছিলেন?
উত্তর: গয়া - পানিপথের তিনটি যুদ্ধ সংঘটিত হয়েছিল কোন কোন বছরে?
উত্তর: 1526, 1556, 1761 - কোন দিল্লি সুলতান প্রথম দাক্ষিণাত্যে আক্রমণ করেছিলেন?
উত্তর: আলাউদ্দিন খলজি - নিম্নলিখিত দেশের মধ্যে কোনটি ট্রিপল অ্যালায়েন্সের অন্তর্ভুক্ত ছিল না?
উত্তর: রাশিয়া - নিম্নলিখিতদের মধ্যে কে ‘ক্যাবিনেট মিশন’-এর সদস্য ছিলেন না?
উত্তর: সিরিল রাডক্লিফ - বিম্বিসার কোন রাজবংশের শাসক ছিলেন?
উত্তর: হর্যঙ্ক - মুহম্মদ বিন তুঘলক সিংহাসন স্থানান্তর করেছিলেন কোথা থেকে কোথায়?
উত্তর: দৌলতাবাদ - আজাদ হিন্দ ফৌজ কবে কোহিমা দখল করেছিল?
উত্তর: 1944 সাল - দিব্য (দিব্যোক) কোন বিদ্রোহের নেতা ছিলেন?
উত্তর: কৈবর্ত বিদ্রোহ - সন্ত্রাসের রাজত্বকালে জ্যাকোবিন ক্লাবের প্রধান নেতা কে ছিলেন?
উত্তর: রোবসপিয়ের - থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: অ্যানি বেসান্ত - হর্ষবর্ধন প্রতি পাঁচ বছর অন্তর কোথায় ধর্মসম্মেলন আয়োজন করতেন?
উত্তর: প্রয়াগ - ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদকে বলা হয়?
উত্তর: সামবেদ - কলকাতায় কবে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: 1774 সাল - ‘উডস ডেসপাচ’ প্রকাশিত হয় কোন সালে?
উত্তর: 1854 সাল - জাতক সাহিত্যে উল্লেখিত শ্রেণীর সংখ্যা কত?
উত্তর: 18 টি - হরপ্পা সভ্যতার কোন স্থল থেকে একটি মাটির লাঙল আবিষ্কৃত হয়েছে?
উত্তর: বানওয়ালি - কোন শাসকের সময় স্যার টমাস রো ভারত সফরে এসেছিলেন?
উত্তর: জাহাঙ্গীর - মালিক কাফুর কে ছিলেন?
উত্তর: আলাউদ্দিন খলজির আধিকারিক - ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: গুরু তেজপাল সংস্কৃত কলেজ, বোম্বাই - কালীবঙ্গন কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: ঘর্ঘরা - কোন সুলতান অশোক স্তম্ভ দিল্লিতে এনেছিলেন?
উত্তর: ফিরোজ শাহ তুঘলক - ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?
উত্তর: অ্যানি বেসান্ত - ব্রিটিশদের মতে কে ‘প্রেসের মুক্তিদাতা’ নামে পরিচিত?
উত্তর: চার্লস মেটকাফ - বাংলার কোন নবাব রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেছিলেন?
উত্তর: মীর কাশিম - ‘পট্টা’ ও ‘কবুলিয়ত’ কে প্রবর্তন করেছিলেন?
উত্তর: শের শাহ